সাইক্লিন হলো এমন এক ধরণের প্রোটিন, যেগুলো কোষ বিভাজন চক্রে মুখ্যভূমিকা পালন করে।
সাইক্লিনগুলো সংশ্লেষিত হতে শুরু করে যখন ডিমগুলো পরিস্ফুটিত হয়, এবং ইন্টারফেজ দশায় এর অবস্থান বৃদ্ধি করতে থাকে, যতক্ষণ না মাইটোসিস বিভাজনে খুব দ্রুতই এটি পড়ে না যায়।
সাইক্লিন ভার্টিব্রেট কোষগুলোতেও উপস্থিত থাকে এবং সেখানেও এটি কোষচক্রকে প্রভাবিত করে। সাইক্লিন একগুচ্ছ প্রোটিন কাইনেসিসকে আবদ্ধ করে ও চালু করে দেয়, যাকে বর্তমানে সাইক্লিন নির্ভর কাইনেসিস বলা হয়।