একসঙ্গে ১ মিলিয়ন বা ১০ লাখ পিক্সেল হলো ১ মেগাপিক্সেল। ঠিক করে বললে ১০ লাখ ৪৮ হাজার ৫৭৬ পিক্সেল। আর "পিক্সেল" এসেছে "পিকচার" ও "এলিমেন্ট" শব্দ দুটি এক করে। ক্যামেরার লেন্সের মধ্য দিয়ে আসা আলো ধারণ করে, তা ডিজিটাল ডেটায় রূপান্তর করে প্রতিটি পিক্সেল। আর পিক্সেলগুলো থেকে পাওয়া ডেটা পরে এক করে পুরো ছবি তৈরি করা হয়।
এটুকু পড়ার পর মনে হতে পারে, পিক্সেল যত বেশি, ছবি তত নিখুঁত। তবে সব ক্ষেত্রে তা না-ও হতে পারে। কারণ, যে ডেটা সংগ্রহ করা হয়, তা ভালো যেমন হতে পারে, আবার খারাপও হতে পারে। এই খারাপ ডেটাগুলোই ছবির "নয়েজ"। এটুকু পড়ার পর মনে হতে পারে, পিক্সেল যত বেশি, ছবি তত নিখুঁত। তবে সব ক্ষেত্রে তা না-ও হতে পারে। কারণ, যে ডেটা সংগ্রহ করা হয়, তা ভালো যেমন হতে পারে, আবার খারাপও হতে পারে। এই খারাপ ডেটাগুলোই ছবির "নয়েজ"।
৮ মেগাপিক্সেল ক্যামেরা কমবেশি ৮০ লাখ পিক্সেল ধারণ করে। একইভাবে ১২ মেগাপিক্সেল ক্যামেরা ১ কোটি ২০ লাখ পিক্সেলের ছবি ধারণ করতে পারে, এই ছবি দৈর্ঘ্য ও প্রস্থে ৩ ও ৪ হাজার পিক্সেলের হয়ে থাকে। সেটা অবশ্য ছবির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:৪ হলে।