Shahriar Shawon-
মেগাপিক্সেল ছবির কোয়ালিটির একক না, এটা জাস্ট ছবির পিক্সেল কত আর কেমন হবে যেটা পরিমাপ করে। বেশি মেগাপিক্সেল মানে বেশি সাইজের, শার্প পিকচার, অনেক জুম করলেও পিকচারের শার্পনেস বজায় থাকবে কারন পিক্সেল বেশি।
পিকচার কোয়ালিটি নির্ভর করে অনেকগুলা জিনিসের উপরে। মেইনলি ক্যামেরা সেন্সর, তারপর প্রসেসরের ক্ষমতা, অ্যাপারচার, ক্যামেরা সফটওয়্যার, অপটিনাইজেশন, ইমেজ প্রসেসিং ।
শুধুমাত্র এই কারনে আইফোনের ১২ মেগাপিক্সেল অন্যান্য ফোনের ১০৮ এর থেকেও বেটার হয়। আবার গুগলের ক্যামেরাও সেরা কারন ইমেজ প্রসেসিং আর তাদের ক্যামেরা সফটওয়্যার। নরমাল ক্যাম আর গুগল ক্যাম দিয়ে ছবি তুলে দেখবেন অনেক ডিফারেন্স।