পানি একটি রাসায়নিক যৌগ যার সংকেত H2O.
এক্ষেত্রে H3O+ এবং OH` আয়ন নিয়ে এটি গঠিত। এখন কেনো এটি জৈব যৌগ নয় এই প্রশ্ন টা জটিল।
যেসব মৌল জীব দেহ থেকে গঠিত বা নির্গত হয় তাকেই সাধারণভাবে জৈব যৌগ বলা হয়। এ মতবাদ খালি চোখে ঠিক থাকলেও এখন ভুল প্রমাণিত। তাই এজন্য পানি জৈব যৌগ হতেই হবে এমনটা আবশ্যক না।
এর যেহেতু একে উপরুল্লিখিত অয়ন এর মিলিত রূপ দ্বারা প্রকাশ করা যায় তাই এটি অজৈব রাসায়নিক যৌগ।