Simon Weckert নামে এক ব্যাক্তি একঅদ্ভুত কান্ড করেছিলেন। তিনি 99 টি মোবাইলে google map চালু রেখে মোবাইল গুলিকে একটি ছোট পাত্রের মধ্যে রেখে বার্লিনের এক ফাঁকা রোডের উপর দিয়ে ধীরে ধীরে চলতে শুরু করলেন।
এর ফলে রাস্তায় ওই জায়গা গুগল ম্যাপে ওই রাস্তাতে লাল রং দেখাচ্ছিল। Google ম্যাপ ব্যবহার করেন বুঝতেই পারছেন লাল রঙের অর্থ হলো ওই রাস্তায় জ্যাম রয়েছে।অর্থাৎ তিনি গুগল ম্যাপে একটি মিথ্যা জ্যাম তৈরী করতে সক্ষম হয়েছিলেন।
.Google সমস্ত মোবাইল ব্যবহারকারী GPS দিয়ে অনুসরণ করে। সেখান থেকে algorithm ব্যবহার করে গতিবেগ, দূরত্ব এইসব সহজে ক্যালকুলেশন করে। যেখানে অনেক ব্যবহারকারী রয়েছে, এবং গাড়ির গতিবেগ কম সেখানে ট্রাফিক জ্যাম দেখায়। অপেক্ষাকৃত বেশী গতিবেগ হলে "হলুদ" লাইন দেখিয়ে কম জ্যাম আছে বোঝানো হয়।
একজায়গায় থেকে অন্য জায়গা পৌঁছতে কত সময় লাগবে সেটা জানার জন্য গুগল পুরানো data সংগ্রহ করে এবং একটি নির্দিষ্ট গড় সময় আমাদের প্রদর্শন করে
- বাপন হালদার