শিশুরা মাঝে মধ্যে অতিরিক্ত কাঁদে ৷ এই কান্নার অনেক কারণ হতে পারে ৷ তার মধ্যে একটা হলো হেয়ার টর্নিকেট ৷ এটা একটা বিরল ঘটনা ৷ চার মাসের কম বয়সী শিশুদের এ সমস্যা বেশি দেখা যায় ৷ বাড়িতে মেয়েদের লম্বা চুল বা চিকন সুতা যেখানে সেখানে পড়ে থাকতেই পারে ৷ কোনো কারণে সেই চুল বা সুতা শিশুর হাত-পায়ের আঙুলে পেঁচিয়ে যেতে পারে যা হয়তো অনেকে খেয়ালও করবে না ৷ টান পড়ার কারণে প্যাঁচ ক্রমে ক্রমে শক্ত হয়ে শিশুর সেই অঙ্গের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় ৷ পরিণামে জায়গাটা ফুলে ওঠে ও লাল হয়ে যায় ৷ ব্যথা হয় বলে শিশু কেঁদে ওঠে ৷ হেয়ার টর্নিকেটে সবচেয়ে বেশি আক্রান্ত হয় ছেলে শিশুদের শিশ্ন বা জননাঙ্গ ৷ প্রায় ৪৪% ক্ষেত্রে শিশ্ন, ৪০% ক্ষেত্রে পায়ের আঙুল এবং ৯% ক্ষেত্রে হাতের আঙুল আক্রান্ত হয় ৷
হেয়ার টর্নিকেটের একমাত্র চিকিৎসা হলো আক্রান্ত স্থানে পেঁচিয়ে যাওয়া চুল বা সুতা সরিয়ে ফেলা যা ডাক্তারের কাছে গিয়ে করাতে হয় ৷
- রাশিক আজমাইন