আগুন লাগার জন্য ৩ টা জিনিস লাগে - অক্সিজেন,দাহ্য পদার্থ এবং উচ্চ তাপমাত্রা। এই ৩ টাকে একসাথে ফায়ার ট্রায়াঙ্গল বলে। ৩ টার মধ্যে কোনো এক বা একাধিক আইটেম না থাকলে আগুন জ্বলবে না।
তবে উত্তরবঙ্গের একটা গ্রামে নাকি এসব ফায়ার ট্রায়াঙ্গল এর নিয়ম কানুনের থোড়াই কেয়ার করে, জাস্ট 'কালো জাদু'র কারনে আগুন জ্বলছে। ঠাকুরগাঁও এর বালিয়াডাঙি উপজেলার চাড়োল ইউনিনের সাবাজপুর গ্রামের ঘটনা এটা। অলৌকিকভাবে প্রতিদিন ৩-৪ বার করে আগুন জ্বলে উঠছে এই গ্রামের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়ির ভেতরে বিভিন্ন জিনিসের মধ্যে ।
কোরআন শরীফের গেলাফে , ঘরের চালাতে, ট্রাঙ্কের ভেতরের কাপড় চোপড়ে, ঢাকনা দেওয়া পাত্রের মধ্যে-- ইত্যাদি বিভিন্ন জায়গায় বাহ্যিক কোনো সোর্স ছাড়াই আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
স্থানীয় মোতালেব হোসেন জানান, গ্রামে বেশ কয়েকজন তান্ত্রিক নিয়ে এসেছিলাম। তান্ত্রিকদের মতে পরিবারগুলোর ওপর 'কালাজাদু' করেছে কেউ। এই কালো জাদুর প্রভাবে ওই বাড়িগুলোতে বারবার আগুন লাগছে।
উপজেলা ফায়ার স্টেশনের কর্মীরা জানান, অসতর্কতার কারণে আগুন লাগছে। আমরা ওই পরিবারগুলোকে ১ মাস মনিটরিং করতে পরামর্শ দিয়েছি। সঠিকভাবে মনিটরিং করলে আগুনের সূত্রপাত খুঁজে পাবে। অলৌকিক কোনো ঘটনা আমরা বিশ্বাস করি না।
ইউএনও যোবায়ের হোসেন বলেন, পরিবারগুলো অলৌকিক আগুন দাবি করলেও বিষয়টি আমরা ভিন্ন ভাবে দেখছি। ধারণা করছি একটি চক্র পরিবারগুলোর মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। জড়িতদের সন্ধান পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আমার ব্যক্তিগত অভিমত -
আমার মতে, এক বা একাধিক মানুষই এই আগুন লাগাচ্ছে। মানুষগুলো খুব কৌশলী । এ কারনে অন্যদের চোখ এড়িয়ে তারা আগুন লাগাতে পারছে। কারো চোখে ধরা পড়ছে না।
এমন ঘটনা আজ প্রথম না। বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাঝে মাঝেই এইভাবে 'গায়েবী আগুন' ধরার খবর পাওয়া যায়।
এ বিষয়ে কিছুদিন আগে লিখেছিলাম নিচের এই আর্টিকেলে । মোট ৭ টা ঘটনা আছে এখানে । মেজর সিনহার খুনী ওসি প্রদীপ এর ঘটনাটা সবচেয়ে ইন্টারেস্টিং। তিনি একবার ভাষনে বললেন, ''মাদক পাচারকারীদের ছাড় দেওয়া হবেনা। তাদের উপর বিপদ আসবে। তাদের বাড়িঘরে গায়েবী আগুন লাগতে পারে। ''
এবং তার এই ভাষনের পরেই টেকনাফের বিভিন্ন বাড়িঘরে এবং নৌকায় কোনো কারন ছাড়াই অলৌকিকভাবে গায়েবী আগুন জ্বলে পুড়ে উঠতে লাগল।
কাহিনী নিশ্চয়ই বুঝেছেন ? ওসি প্রদীপের আদেশেই লুকিয়ে লুকিয়ে ওই নৌকাগুলায় আগুন দেওয়া হয়েছিল ।
তবে এর সপক্ষে কোনো প্রমাণ নেই। পুরাটাই হাইপোথিসিস ।
(বিস্তারিত পড়ুন এখানে -https://www.facebook.com/permalink.php?story_fbid=1763160463860295&id=100004990757830)
বাংলাদেশে ২০১৩/১৪ সাল থেকে যানবাহনে আগুন লাগানোর একটা ট্রেন্ড চালু হয়। প্রচুর সন্ত্রাসী এই সময় আগুন লাগানোর কলাকৌশল শিখে ফেলে। অন্যদের চোখ ফাকি দিয়ে (ইভেন সিসি ক্যামেরা ফাকি দিয়ে) কিভাবে বিভিন্ন বোমা বা কেমিকাল দিয়ে বাসে আগুন ধরিয়ে দ্রুত পালানো যায়, এমন ট্রেনিং অনেকেরই হয়ে গেছে তখন।
এই বিদ্যা গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়তে পারে । একই মানুষরা গ্রামে গিয়ে বিভিন্ন প্রয়োজনে এভাবে আগুন লাগাতে পারে । আগুনের জন্য দায়ী কাউকে না পেয়ে হয়ত স্থানীয় মানুষজন একে গায়েবী আগুন/জ্বিনের আগুন/কালো জাদু/ব্ল্যাক ম্যাজিক দাবি করছে।
এখন প্রশ্ন আসতে পারে, কেন ক্রিমিনালরা এইভাবে বাড়িঘরে আগুন দিচ্ছে তারা ? কি স্বার্থ ?
সম্ভাব্য কয়েকটি কারন বলছি
১। ঢাকার বিভিন্ন বস্তিতে আগুন লাগানো হয় ওই জায়গা দখল করার জন্য। আগুনে বাড়িঘর পুড়লে বস্তিবাসীরা বস্তি ছেড়ে চলে যায়। অন্যরা তাদের সেই পরিত্যক্ত বাসা দখল করতে পারে।
গ্রামাঞ্চলের আগুন গুলাতেও একই ভাবে আগুন লাগানো হতে পারে। বিশেষত , সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন লাগালে তারা এলাকাছাড়া হয়ে গেলে ওই এলাকা দখল করা খুব সহজ।
২। কোনো দখলের উদ্দেশ্য ছাড়া , শত্রুতা করে একে অন্যের বাড়িতে আগুন ধরাতে পারে। বিএনপি আওয়ামী লীগ, আর্জেন্টিনা বিএনপির মত ঘটনা থেকে শুরু করে জমিজমা নিয়ে বিরোধের ক্ষেত্রেও অনেকে আগুন ধরিয়ে ক্ষতি সাধন করতে পারে।
৩। পিরোম্যানিয়া(Pyromania) নামে একটা মানসিক রোগ আছে। এই রোগে আক্রান্ত ব্যক্তি আগুন জ্বালাইতে বা জ্বলন্ত আগুন দেখতে খুব পছন্দ করে। খুশিতে ঠ্যালায় ঘোরতে সে আগুন জ্বালায় । মুহুম্মদ জাফর ইকবালের লেখা 'রাজু ও আগুন আলীর ভূত' গল্পের কেন্দ্রীয় চরিত্র আগুন আলী ছিল এইরকম একজন পিরোম্যানিয়াক।
২০২০ সালের ১৭ই এপ্রিল ইতালির মিলানে পিরোম্যানিয়াক একটা ছেলে রাস্তায় নেমে পার্ক করা অনেকগুলা গাড়িতে একের পর এক আগুন ধরিয়ে দিয়েছিল ।
(http://www.psychobd.com/2020/04/pyromania.html)
৪। চার্লি চ্যাপলিনের সিনেমা 'The Kid' এ একটা দৃশ্য দেখা যায়, চার্লি চ্যাপলিন এর মেয়ে ঢিল মেরে বিভিন্ন বাড়ির জানালার কাচ ভেঙে ফেলে। চার্লি গ্লাস মেকানিক হিসেবে সেই সব বাড়িতে গিয়েই তাদের জানালার কাচ আবার সারিয়ে দেয়। কাচ না ভাংলে চার্লির আয় ও নাই। এইজন্য চার্লি তার মেয়েকে কাচ ভাংতে উতসাহিত করে।
এলাকার স্থানীয় তান্ত্রিকরা ঠাকুরগাওয়ে এই কাজ করতে পারে। তাদের দলের কেউ যদি এলাকায় আগুন লাগায়, কালো জাদুর গুজব ছড়িয়ে দেয়, তাহলেই এই তান্ত্রিক দের ডাক পড়বে। তারা 'সামান্য টাকার বিনিময়ে' মন্ত্র তন্ত্র করে বাড়ি বন্ধ দিবে, ঝাড়ফুক করবে। এই সুযোগের লোভে তারা পরিকল্পতভাবে স্যাবোটাজ করতে পারে।
ইনফ্যাক্ট এমন ঘটনা আগেও ঘটেছে । নভেম্বর, ২০১৮ তে টাংগাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া গ্রামের ১৫ টি পরিবারের বাসায় 'গায়েবী আগুন' লাগার ঘটনা শোনা যাচ্ছিল।
আগুনে ক্ষতিগ্রস্থ এক পরিবারের সদস্য তোফাজ্জল হোসেন বলেন, আগুন জ্বলে উঠার পর প্রথমে শুধুমাত্র আমাদের বাড়ির এক শিশু দেখতে পান। পরে সবাই এসে আগুন নেভান।
পরদিন দুপুরে ওই বাড়িতে অবস্থানের সময় শিশুটির পরনের প্যান্টের পকেটে একটি গ্যাস লাইট পাওয়া যায় । এসময় শিশুটি দুই সংবাদ কর্মীকে বলে, এক হুজুর কবিরাজ তাকে এক হাজার টাকা দিয়ে গোপনে আগুন লাগাতে বলেছে।
৫। আমার বই মীমাংসিত রহস্য তে আগুন লাগার আরেকটা আজব ঘটনা বলেছি। ইতালির সিসিলিতে ২০১৩ সালে কয়েকটা বাড়ি এভাবে আগুনে পুড়ে যায়। স্থানীয়রা জানান, এলিয়েনরা বাড়ি গুলা এভাবে পুড়িয়ে দিয়েছে।
পরে অনুসন্ধানে জানা যায়, ত্রাণ পাওয়ার লোভে ওরা এই কাজ করেছিল। নিজেরাই নিজেদের বাড়ি পুড়িয়ে সরকারি সাহায্যের আবেদন করেছিল।
ঠাকুরগাও তেও আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ত্রাণ দেওয়া হচ্ছে। ওরাও ত্রাণ পাওয়ার লোভে এই গল্প বানাতে পারে। ( কিংবা গল্পকে অতিরঞ্জিত করতে পারে। হয়ত এক্সিডেন্টালি ১টা/২ টা আগুন লাগার ঘটনা ঘটেছে। ওরা ফুলিয়ে ফাপিয়ে ১০/২০ টা ঘটনা বলছে। )
আপনার কি মনে হয়। কোনটি ঘটেছে ঠাকুরগাওয়ে ?
-----------
রেফারেন্স-
১। ঠাকুরগাওয়ের ঘটনার লিঙ্ক
https://www.somoynews.tv/pages/details/274983?fbclid=IwAR2Ja4styCzGjHDyvXaUtJ6lAkRZ8cQJwlWM-ohZa6ZEEBO_HfvB3G_JpGs
২। ওসি প্রদীপের ঘটনার লিঙ্ক
https://www.bhorerkagoj.com/2020/08/07/%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE/?fbclid=IwAR39xUYT2w7JhiNOy64CA24k8f0loI8-W1VwOWe9MMcBg4EIhIFe_6snxnc
https://www.odhikar.news/country-news/40048/%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%87-%E0%A7%AE-%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A7%80-%E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8?fbclid=IwAR3jYzMwdoiZ3ZDBBdn6WuaJ9sIwgk5nd05cwgFVhqWEDrBvJWNC9kRnu5U
৩। ২০১৮ এর টাংগাইলের ঘটনার লিঙ্ক
https://www.tnewsbd.com/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%AB-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%B9/?fbclid=IwAR03gs65H8lN02vYydqlXkaa0N8YH-aNTFr-PffLuIymidcoz-hsTB6tIEQ
- জহিরুল ইসলাম