নিচের বাচ্চাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন। কি? আপনারও কি হাই আসছে? একজনকে হাই তুলতে দেখলেই কি আরেকজনের হাই আসতে পারে?
হ্যাঁ, পারে। শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকল বয়সের মানুষের মধ্যেই হাই তোলা সংক্রামক। এমনকি কুকুরের মতো কিছু প্রাণীও আরেকজনকে দেখে হাই তুলতে পারে!
প্রাপ্তবয়ষ্কদের মাঝে একটি গবেষণায় দেখা গেছে যে বয়সের সাথে সাথে অন্যের দেখাদেখি হাই তোলার প্রবৃত্তি হ্রাস পায়। চার বছরের কমবয়সী শিশু এবং অটিজম আক্রান্ত ব্যক্তিদের মাঝেও হাই তোলা সংক্রামক নয়।
হাই তোলা কেনো ছোঁয়াচে তা নিয়ে বেশ কয়েকটি তত্ত্ব আছে। একটা ধারণামতে এটি মানুষকে একটি গোষ্ঠীর সাথে সমলয়ে চলতে সাহায্য করে। যেমন, আমাদের ঘুম আসলে আমরা হাই তুলি। আমাদের আশেপাশের সব মানুষই কিন্তু ঘুম আসলেই হাই তোলে। পরিবার বা পারিপার্শ্বিক সমাজ থেকেই আমরা এই শিক্ষা পাই। আরেকটি ধারণামতে, মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণেও হাই তোলা ভূমিকা রাখে। কেও কেও মনে করেন সহানুভূতি প্রকাশের একটি মাধ্যম হাই তোলা, যদিও এ ধারণার সমর্থনে তেমন কোনো যুক্তিপ্রমাণা পাওয়া যায় নি।
Source: BBC Science Focus
ক্রেডিট: মোঃ তৌফিক-ই-ইলাহী