Nishat Tasnim-পরগাছা বলতে বোঝায় যে গাছ অপর গাছে জন্মায় ও তাকেই আশ্রয় করে বাঁচে।
উৎপত্তিগতদিক এবং ব্যবহারগত দিক থেকে যে উদ্ভিদ অন্য উদ্ভিদের দেহে বসবাস করে এবং বসবাসকারী উদ্ভিদের দেহ থেকে খাদ্য বা পুষ্টি গ্রহণ করে জীবিকা নির্বাহ করে তাকে পরগাছা বলা যায় । পরগাছা যে উদ্ভিদের দেহ থেকে খাদ্য বা পুষ্টি গ্রহণ করে তাকে পােষক (host) বলা হয়।
পরগাছা (Mistletoe) আংশিক পরজীবী Loranthaceae গোত্রের সপুষ্পক গুল্ম, যা পোষক উদ্ভিদের উপর পরিবর্তিত মূলের সাহায্যে জন্মে। পরগাছা উদ্ভিদ পোষক গাছের গায়ে লেগে থাকে এবং ওই গাছ থেকে পানি ও বেঁচে থাকার জন্য অন্যান্য পুষ্টি উপাদান সংগ্রহ করে। পাখিরা এদের বীজের অঙ্কুরোদগমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।