এটি মুলত পৃথিবীর বায়ুমন্ডলের উপরস্থ অংশে থাকা বরফ স্ফটিক বা সাইরাস মেঘে সূর্যের আলোর প্রতিসরণের কারনেই এটি ঘটে থাকে। এর নাম 22° halo বা Sun halo।
এই বলয়টি আমাদের দৃষ্টি পথের সাথে 22 ডিগ্রী কোন করে থাকে। এই মেঘের দূরত্ব সূর্য থেকে একই থাকে।
বরফের এই বর্ণ বলয় বিভিন্ন ধরনের হতে পারে, যেমন 5-10 কিঃমিঃ (3-6 মাইল) উপরে ট্রস্পফিয়ারে সাইরাস মেঘের ভিতরে থাকা বরফের কনা দিয়েও এই বলয় গঠন হতে পারে।অবশ্য এর জন্য নির্দিষ্ট স্ফটিক আকৃতি এবং স্থিতিবিন্যাসের প্রয়োজন। এই বরফ স্ফটিক দ্বারা আলো প্রতিফলিত এবং প্রতিসৃত হয়ে বিভিন্ন বর্ণে বিভক্ত বিচ্ছুরত হয়। এই স্ফটিক আয়নার মত আচরণ করে এবং সূর্যের আলোকে এই ভাবে প্রতিফলিত করে যার ফলে আমরা এই রকম বলয় দেখতে পাই।
*Halos around the sun or moon are caused by high, thin cirrus clouds drifting high above your head. Tiny ice crystals in Earth's atmosphere create the halos. They do it by refracting and reflecting the light. Lunar halos are signs that storms are nearby.
Siam Gazi | Science Bee - বিজ্ঞান গ্রুপ