আসুন প্রথমে দেখে নেই চুল বেড়ে ওঠে কিভাবে। এই বেড়ে ওঠার ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে।
- অ্যানোজেন ফেজ (Anogen phase)- আমাদের ত্বকের নিচে থাকে হেয়ার ফলিকল (hair follicle) আর প্রত্যেক হেয়ার ফলিকলের নিচে থাকে হেয়ার বাল্ব (hair bulb)। হেয়ার বাল্বে থাকে কেরাটিন (keratin) প্রোটিনযুক্ত কোষ। মাথার তালুর রক্ত চলাচল থেকে হেয়ার ফলিকল পুষ্টি পায় এবং নতুন চুল গজানোর কাজটা শুরু করে দেয়। এই কাজটা হতে দুই থেকে ছয় বছর পর্যন্ত সময় লাগতে পারে।
- ক্যাটাজেন ফেজ (Catagen phase) - চুলের বড় হওয়া এবার থেমে গিয়ে ওই অবস্থায় থাকবে মোটামুটি এক মাস। যে হেয়ার ফলিকল থেকে চুলটা উঠেছিল সেটা এখন সঙ্কুচিত হতে শুরু করবে।
- টেলোজেন ফেজ (Telogen phase)- এবারে সেই চুলটা হেয়ার ফলিকল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আমাদের মাথার তালুর ওপর দিয়ে বেরিয়ে আসবে এবং এটাকেই আমরা চুল হিসেবে চোখে দেখতে পাব। এইজন্যই বলা হয় যে চুল, নখ এগুলো মৃত কোষ, সেইজন্যই আমরা চুল নখ কাটলে ব্যথা পাই না।
-শ্রেয়সী ভট্টাচার্য্য