Zaima Ferdous Neha- খুব ভারি বস্তু বহন করলে আমাদের দেহের টেস্টোস্টেরন ও ইনসুলিন হরমোনের নিঃসরণ মাত্রা বেড়ে যায়। এই হরমোন দুটির অতিরিক্ত নিঃসরণের ফলে দেহে রক্তচাপ ও বৃদ্ধি পায়। আমাদের নাকে অনেক রক্তনালি রয়েছে। অতিরিক্ত রক্তচাপের ফলে নাকের রক্তনালি গুলোর উপর যে চাপ সৃষ্টি হয় তার তীব্রতা নাকের রক্তনালি গুলো কে ফাঁটিয়ে দিতে পারে। আর তখন ই নাক থেকে রক্তক্ষরণ হতে থাকে! একেই আমরা নাকে মুখে রক্ত নির্গত হওয়া হিসেবে অভিহিত করি।