Warman Hasbi
চুল এবং নখ এক প্রকার প্রোটিন ক্যারোটিন এর তৈরি যা মূলত মৃত কোষ যার ফলে চুল নখ কাটলে ব্যাথা লাগেনা, তবে চুলের উৎপত্তি মৃত কোষ থেকে নয়, চুলের গোড়া বা হেয়ার ফলিকল এ থাকে হেয়ার বাল্ব, এই হেয়ার বাল্ব ই চুলের গোড়ার ভিত্তি হিসেবে কাজ করে যেখানে জীবিত কোষ থাকে এবং রক্ত সর্বরাহের মাধ্যমে নিয়মিত পুষ্ঠি উপাদান পেয়ে থাকে। যার ফলে গোড়ায় নিয়মিত জীবিত কোষ উৎপন্ন হয় এবং কোষের লেয়ার পরতে পরতে লম্বা হয়ে উপরের দিকে উঠে এবং যখন এই লেয়ার ত্বক ভেদ করে চুল হিসেবে বের হয় ত্বকের উপরিভাগের চুলের অংশে কোন জীবিত কোষ থাকেনা কারণ উপরের কোষগুলোয় পুষ্ঠি উপাদান এবং ব্লাড সাপ্লাই পৌছায় না, তখন এগুলো শক্ত প্রোটিন ক্যারটিনে পরিণত হয়। তবে যেহেতু এই কোষগুলো শুরুতে জীবিত ছিল তাই জেনেটিক্যাল প্রভাব তখন ই পরে।