একটি গাছে সাধারণত এক ধরনের ফল দেখতেই অভ্যস্ত আমরা। গাছে কলমের সুবাদে হয়তো একই গাছে দুই ধরনের বরই দেখেছেন অনেকে। কিন্তু তাই বলে এক গাছেই ৪০ রকমের ফল! পিচ, এপ্রিকট, নেকটরিন, বরই, চেরি! কী নেই এই গাছে!
৯ বছরের গবেষণায় এমনই এক গাছ উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সারাকিউস ইউনিভার্সিটির গবেষক স্যাম ভ্যান অ্যাকেন। তার উদ্ভাবিত গাছটির নাম দেওয়া হয়েছে ‘ট্রি অব ফোরটি’। ‘ট্রি অব ফোরটি’ পুরোপুরি বিকশিত হতে একদশক পর্যন্ত সময় নেয়। এই গাছে প্রতিটি ফল আসে ভিন্ন ভিন্ন সময়ে। তবে পুরো গ্রীষ্মেই গাছে ফল থাকে।
ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাদুঘর, কমিউনিটি সেন্টার ও শিল্প সংগ্রাহকরা গাছটি সংগ্রহ করেছেন। যুক্তরাষ্ট্রের আরকানসাস, কেন্টাকি, মেইন, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, পেনসিলভানিয়ার মতো শহরেও গাছটির দেখা মিলবে। এর দাম ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৫ লাখ ১৮ হাজার ২৬০ টাকা।
[তথ্যসূত্র : বাংলা ট্রিবিউন]