বিগব্যাং মহাবিস্ফোণের ফলে যতগুলো বাস্তব বস্তুকণা সৃষ্টি হয়েছিল, ঠিক ততগুলোই প্রতিকণা বা অ্যান্টি-পার্টিকেল সৃষ্টি হয়েছে।
বিগ-ব্যাংয়ের পরেই আমাদের এই মহাবিশ্বের উৎপত্তি। আর এই বিগব্যাং নামক মহাবিস্ফোরণের প্রথম তিন মিনিটেই ইলেকট্রন, কোয়ার্ক, নিউট্রনো ইত্যাদি বস্তুকণাগুলোর সৃষ্টি। এসব কণা দিয়েই মূলত মহাবিশ্বের সমস্ত পদার্থ গঠিত। কিন্তু মহাবিশ্বে শুধু বাস্তব কণাই নেই, আছে প্রতিকণাও।
প্রতিকণা বা অ্যান্টি-পার্টিকেল কী?
ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। কিন্তু এমন কোনো কণা কি আছে, যার ভর ইলেকট্রনের সমান কিন্তু চার্জ ইলেকট্রনের বিপরীত? অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত? এমন কণার নাম পজিট্রন। পজিট্রনই হলো ইলেকট্রনের প্রতিকণা। তেমনি প্রতি-কোয়ার্ক, প্রতি-নিউট্রনো ইত্যাদি কণারও অস্তিত্ব আছে। তবে প্রকৃতিতে এগুলো মুক্তভাবে পাওয়া যায় না। এ নিয়ে একটা বড় রহস্য আছে।
একই ধরনের কণা ও প্রতিকণা পরস্পরের সংস্পর্শে এলে ধ্বংস হয়ে যায়। থাকে শুধু শক্তি। বিজ্ঞানীরা এখন নিশ্চিত, বিগ ব্যাংয়ের পরে যতগুলো বাস্তব বস্তুকণা সৃষ্টি হয়েছিল, ঠিক ততগুলো প্রতিকণাও সৃষ্টি হয়েছে।
তাহলে আমাদের বিশ্বজগতে শুধু বস্তুকণা দিয়ে তৈরি বস্তুই দেখি কেন? প্রতিকণাগুলো সব গেল কোথায়?
এটা বিজ্ঞানীদের কাছে অমীমাংসিত রহস্য। বিজ্ঞানীরা বলছেন, কোনো এক অজ্ঞাত কারণে সব প্রতিকণাই ধ্বংস হয়ে যায়। থাকে শুধু বাস্তব কণা। তবে বিজ্ঞানীরা কিন্তু বসে নেই। হয়ত অদূর ভবিষ্যতে মিলবে এই প্রশ্নের সমাধান।
Source: Scientific American