হ্যাঁ, বেগের পরিবর্তন হলেই শুধুমাত্র ত্বরণ সৃষ্টি হয়। বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ, কোন বস্তুর ভিন্ন ভিন্ন সময়ে বেগের মান ভিন্ন হলে বেগের পরিবর্তন থেকে ত্বরণ নির্ণয় করা যায়। কিন্তু কোন বস্তু যদি স্থির থাকে বা সমবেগে চলতে থাকে তখন বস্তুর বেগের কোন পরিবর্তন হয় না। অর্থাৎ বেগের পরিবর্তনের মান হয় শুন্য। এক্ষেত্রে বেগ পরিবর্তনের হার অর্থাৎ একক সময়ে বের করলে এর মানও শূন্য হবে। আর ত্বরণ যেহেতু বেগের পরিবর্তনের হার তাই এসব ক্ষেত্রে ত্বরণের মানও শূন্য হবে। তাই বেগের পরিবর্তন হলেই শুধুমাত্র ত্বরণ সৃষ্টি হয়।