Super Saturn বা Lord of the Rings!
বৈজ্ঞানিক নাম : J1407B
যে নামেই ডাকেন না কেন, এই গ্রহকে শনি গ্রহের আত্মীয় বলা হয়। পৃথিবী থেকে এর দূরত্ব হলো ৪৩৩.৮ আলোকবর্ষ। যদি আপনার শনি গ্রহ কে তার রিং এর জন্য ভালো লাগে তাহলে এই গ্রহটি আপনাকে জাস্ট অবাক করবে। এই গ্রহটিকে "Lord Of The Rings" হিসেবে আখ্যা দেয়া হয়েছে। বিজ্ঞানীদের ধারণা এই গ্রহের বয়স হতে পারে ১৬.১ মিলিয়ন বছর। আর পৃথিবীর বয়স আপনারা সবাই জানেন ৪.৫৪৩ বিলিয়ন বছর। তরুন এই গ্রহটি পৃথিবী থেকে ৩০/৪০ গুণ বেশি ভারী। এই গ্রহের রিং শনি গ্রহের তুলনায় ২০০ গুন বেশি বড়। এই রিংগুলো ৩০ মিলিয়ন কিলোমিটার দূর থেকে শুরু হয়েছে এবং ৯০ মিলিয়ন কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে। সাধারণত এই রিংগুলো ধুলো আর পাথর দিয়ে তৈরি।
গ্রহটি "Centaurus" নক্ষত্রমন্ডলে অবস্থিত "V1400" নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। এর তাপমাত্রা ৪৬০০ কেলভিন।
- আয়েশা আক্তার