হাইড্রোফ্লরিক অ্যাসিড বা HF কাঁচ কে গলিয়ে দিতে পারে এটা ঠিকই। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডই হল এমন একটি Hydrohalic Acid (যেমন- HCl, HI) যেটিকে Strong Acid হিসেবে গণ্য করা হয় না। HF এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হলে এটি অন্যান্য অ্যাসিডের মতোই আচরণ করে:
যদিও HF জলে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায় কিন্তু এর (H3O+) ও (F-) আয়ন গুলি পরস্পরের প্রতি অত্যন্ত তীব্র আকর্ষণ দেখায় এবং নিজেদের মধ্যে একটি শক্তিশালী Bond Pair গঠন করে। এখন যেহেতু Hydroxonium আয়ন টি Fluoride আয়ন এর সঙ্গে যুক্ত থাকার প্রবণতা বেশি দেখায়, তাই এটি একটি অ্যাসিডের মত সম্পূর্ণ স্বাধীনভাবে আচরন করতে পারে না, তাই এটি অন্যান্য এসিডের তুলনায় অত্যন্ত দুর্বল। সেই জন্যই এটিকে দুর্বল অ্যাসিড বলা হয়।
- ইন্দ্রজিৎ ঘোষ