DNA তৈরি হয় মূলত অনেক গুলো নিউক্লিওটাইড মিলে। দুইটা Neocleotide chain পাশাপাশি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়ে DNA তৈরি হয়।
নিউক্লিওটাইড তৈরি হয় একটা deoxyribose sugar, একটা ফসফরিক এসিড (Pi বা inorganic phosphate) আর একটা নাইট্রোজেন ক্ষার নিয়ে।
হাইড্রোজেন বন্ধন গুলো তৈরি হয় ক্ষারের হাইড্রোজেন ও অক্সিজেন বা নাইট্রোজেন এর সাথে। এবং ক্ষার গুলো DNA এর গঠনের ভিতরের দিকে থাকে।
কিন্তু ফসফরিক এসিড বা ফসফেট গুলো থাকে বাইরের দিকে উন্মুক্ত। এজন্য ক্ষার থাকা সত্ত্বেও DNA অম্লীয় হয়।