উচ্চ গতিসম্পন্ন বুলেট কাঁচের জানালার উপর অল্প সময় ধরিয়া ক্রিয়াশীল থাকে। ফলে আঘাতপ্রাপ্ত অংশেরই স্থিতিজড়তার। পরিবর্তন ঘটে। ইহাতে ঐ অংশই বুলেটের সহিত বাহির হইয়া যায় ও কাঁচে ছিদ্রের সৃষ্টি হয়। পক্ষান্তরে কম গতিসম্পন্ন ঢিল কাঁচের জানালার উপর অপেক্ষাকৃত বেশি সময় ধরিয়া ক্রিয়াশীল থাকে। ফলে কাঁচের বেশ কিছু অংশের স্থিতিজড়তা বিঘ্নিত হয় এবং ঢিলের আঘাতে কাঁচ চৌচির হইয়া যায়।