ভালো ব্র্যান্ডের মোবাইল গুলোতে অতিরিক্ত বলতে ৪-৫ টি ক্যামেরা দেয়ার অনেকগুলো কারণ রয়েছে।
সাধারনত ফুল ফ্রেম, ডিএসএলআর বা মিররলেস ক্যামরায় ল্যান্স পরিবর্তন করে টেলিফটো, ওয়াইড, আল্ট্রা ওয়াইড, ম্যাক্রো, জুম ল্যান্স সহ ইত্যাদি ল্যান্স পরিবর্তন করে ফটো এবং ভিডিও করা যায়।
কিন্তু মোবাইল ক্যামেরায় এই সুযোগটা নেই। এই সীমাবদ্ধতা দূর করতেই মোবাইলে পুরো ৪-৫ টি ক্যামরা দেয়া হয়। কিন্তু প্রতিটা ল্যান্সে পার্থক্য থাকে। কোন ল্যান্স পোট্রেট ছবি তোলার জন্য, কোনটা ওয়াইড এঙ্গেলে ফটো তোলার জন্য কোনটা খুব কাছের ছবি বা ম্যাক্রো তোলার জন্য দেয়া হয়। এছাড়া সেলফি ক্যামরা, সেলফি ক্যামরায় ডেফথ অব ফিল্ড নিয়ে আসার জন্য দুইটা সেলফি ক্যামেরা দেয়া হয়।
তাই মোবাইলের কোনো ক্যামেরা অতিরিক্ত নয় যদি এর ব্যবহার আমদের জানা থাকে।
- জান্নাত আক্তার