দুটি একই রকম বাতি থেকে আলোক তরঙ্গ কখনো সম দশায় নির্গত হয় না। তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য থাকে এবং এই দশা পার্থক্য সময়ের সাথে দ্রুত পরিবর্তিত হতে থাকে। ব্যতিচার সৃষ্টির অন্যতম শর্ত হচ্ছে ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য থাকবে না আর থাকলেও তা স্থির থাকবে। যেহেতু একই রকম বাতি থেকে নির্গত আলোক তরঙ্গের মধ্যকার দশা পার্থক্য স্থির থাকে না তাই এদের দ্বারা ব্যতিচার ঝালর সৃষ্টি করতে পারে না।