ডেটাবেজের ব্যাপক তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত ও সহজে খুজে বের করাকে কুয়েরি বলা হয়। কুয়েরি করার জন্য যুক্তিমূলক এক্সপ্রেশন দিতে হয়। যে সকল রেকর্ড শর্ত পূরণ করে সে রেকর্ড গুলো কুয়েরির ফলাফল হিসেবে পাওয়া যায়। যেমন কোন ডেটা টেবিলে animal নামক একটি ফিল্ডে বিভিন্ন পশুপাখির নাম আছে। এক্ষেত্রে যেসকল রেকর্ডের animal ফিল্ডের নাম "Lion" আছে, সে রেকর্ড গুলো কুয়েরি করার জন্য animal="Lion" এরকম এক্সপ্রেশন তৈরি করা যায়।
SQL যেহেতু একটি কুয়েরি ল্যাঙ্গুয়েজ সেহেতু একে ডেটাবেজের হাতিয়ার বলা হয়।