আমরা জানি, সালোকসংশ্লেষণ এর মাধ্যমে সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তবে, কৃত্রিমভাবে সালোকসংশ্লেষণ ঘটিয়ে কি সৌরশক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তর করা সম্ভব?
উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। এই আবিষ্কারের জন্যই প্রফেসর মাইকেল গ্রাটজেল বিশ্বের সবচেয়ে সম্মানজনক প্রযুক্তিভিত্তিক পুরষ্কার, Millennium Technology Prize অর্জন করেছেন। সেই ১৯৭০ সাল থেকে প্রফেসর মাইকেল এমন একটি যন্ত্র নিয়ে কাজ করছেন যা উদ্ভিদের আলোকসংবন্ধনের প্রক্রিয়াকে নকল করে আলোর ফোটনকে তড়িৎশক্তিতে রূপান্তর করে। এই যন্ত্রের নাম Dye-Sensitised Solar Cell (DSSC) । এই যন্ত্রে বিভিন্ন ধরণের 'ডাই' বা রঙ ব্যবহার করে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের সূর্যালোককে আবদ্ধ করে, যেমনটা পাতার সবুজ ক্লোরোফিলে দেখা যায়।
যদিও এটি এখনো নির্মানাধীন, তাও এই যন্ত্রকে ঘিরে সংশ্লিষ্ট মহলে যথেষ্ট উত্তেজনা রয়েছে। এটি সূর্যালোকের মাত্র ১১% আলোকে শক্তিতে রূপান্তর করতে পারে, যা প্রচলিত সোলার প্যানেলের তুলনায় অনেক কম। কিন্তু এই যন্ত্রটি বাস্তবায়িত হলে এর গঠন এবং ব্যবহার খরচ হবে সোলার প্যানেলের তুলনায় অনেক কম।
Source: BBC Science Focus
ক্রেডিট: মোঃ তৌফিক-ই-ইলাহি