Na এর সর্ববহিস্থ স্তরে একটি মাত্র ইলেক্ট্রন আছে৷ এ ইলেক্ট্রন ত্যাগ করা Na এর পক্ষে সহজ এবং ত্যাগ করার মাধ্যমে এটি স্থিতিশীলতা অর্জন করে ৷ কিন্তু একসাথে ২ টি ইলেক্ট্রন ত্যাগ করলে এর সর্ববহিস্থ স্তরে ৭ টি ইলেক্ট্রন থাকে যার ফলে এটি স্থিতিশীলতা অর্জন করতে পারে না ৷ তাই Na+ গঠন সম্ভব হলেও Na++ সম্ভব নয় ৷