ডিলিউসন হচ্ছে কোনো কিছুর প্রতি অগাধ বিশ্বাস যার আসলে বাস্তব কোনো ভিত্তিই নেই। অন্ধ বিশ্বাস বলা যায় আরকি।
১.Persecutory delusion : সবাইকে সন্দেহ করে। মা খাবার দিলে ভাবে খাবারে বিষ আছে। তাকে সবাই মেরে ফেলতে চায়। নতুন জামা কিনে দিলে ভাবে জামা গায়ে দিলেও পোকামাকড় চামড়ার নিচে ঢুকে যাবে কারণ জামায় পোকামাকড় আছে।
2.Hypochondriacal : রোগী মনে করে তার ক্যান্সার আছে বা বড় কোনো রোগ বালাই আছে।
3. Grandiose : রোগী মনে করে তার স্পেশাল কোনো পাওয়ার আছে যা পৃথিবীর অন্য কারো নেই। তাছাড়া সে সব সময় নিজেকে স্পেশাল ভাবে। পকেটে টাকা না থাকলেও সে ভাবে সেই পৃথিবীর একমাত্র ধনী ব্যাক্তি।
4.Nihilistic : ধরেন কেউ ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি শুরু করলো। সবাইকে বলতে লাগলো তার মাথা নেই। আপনি আয়না এনে দেখালেন তার মাথা আছে। তবুও সে বিশ্বাস করলো না। তাছাড়া রোগী মনে করে সে মৃত। তার শরীরের কোনো অংগ নেই। যেমন -হাত, পা, কিডনি, হৃদপিন্ড।।
5. Delusion of reference : ধরেন রোগী অফিসে বসে আছে। দূরে দুজন কলিগকে হাসতে দেখলো। সে ভাববে যে সবাই তাকে নিয়ে হাসছে। তাকে নিয়ে মজা করছে। রাস্তায় হাঁটছে। কাউকে হাসতে দেখলেই ভাববে তাকে দেখেই সে হাসছে।
6.Delusion of guilt : অপরাধ না করেও সব সময় এক ধরনের অপরাধবোধ কাজ করবে তার কাছে। ধরেন টিভিতে একটা নিউজ দেখানো হলো। দুজনকে খুন করা হয়েছে। সে ভাববে এই নিউজটা তাকে নিয়েই করা। খুনটা আসলে সে নিজেই করেছে।।সে টিভি বন্ধ করে দিবে। একা অন্ধকার রুমে থাকবে। কাউকে বুঝতে দিবে না সে যে খুন করেছে। আর এক ধরনের অপরাধবোধ অনুভব করবে।
7.Delusion of worthlessness : নিজেকে মূল্যহীন ভাবে তারা। সে আসলে কোনোকিছুরই যোগ্য নয়। তার মরে যাওয়া উচিত।
8.Delusion of jealousy :নিজের প্রেমিক/ প্রেমিকা, স্বামী স্ত্রীকে সব সময় সন্দেহ করবে। ভাববে সে নিজে এতো সুন্দরী স্ত্রী কিংবা এতো ভালো বর পাওয়ার যোগ্য না। সন্দেহ মাত্রাতিরিক্ত হলে যেকোনো ক্রাইম ও করে ফেলতে পারে তারা।
9.Religious Delusions : নিজেকে গুরুত্বপূর্ণ ভাবে এই রোগীরা। মনে করে সৃষ্টিকর্তা তাকে রিপ্রেজেনটেটিভ হিসেবে পাঠিয়েছে। স্পষ্ট ভাবে বলতে গেলে নবী রাসূলকে যে মহান উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সে নিজেকেও এই রকম কিছু ভাবে।
10.Erotomanic : তারা সব সময় খুব প্রফুল্ল থাকতে পারে। তারা ভাবে খুব জনপ্রিয় সেলিব্রিটি তার প্রেমে পড়েছে। তাকে বিয়ে করতে চায়। স্বপ্নেও তাকে দেখে। এমন অনেক কিছুই।
কি কি রোগে ডিলিউসন হয়?
১.সিজোফ্রেনিয়া
২.ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার
৩.এলকোহল ও ড্রাগ এবিউজারস
৪.ডিমেনশিয়া
ডাঃ জহিরুল হক জাবেদ