Towfiq E Elahi - শরীরের সবকিছু বলতে ধরে নিচ্ছি আপনি ত্বকের কথা বোঝাচ্ছেন। গোসল করার পর গায়ে লেগে থাকা পানি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়। চুলও শুকিয়ে যায়। কিন্তু আদতে ত্বক একেবারে শুকোয় না।
আমাদের ত্বকে সিবেসিয়াস গ্ল্যান্ড নামক অসংখ্য গ্রন্থি আছে, যেখান থেকে সিবেসাস নামক তরল নিঃসৃত হয়। এর কারণেই ত্বক মূলত তেলতেলে হয়ে থাকে।
মানুষের জিহবায় তিন জোড়া লালাগ্রন্থি থাকে, যা থেকে অনবরত লালারস নিঃসৃত হয়। লালারস খাদ্যের আংশিক পরিপাকে এবং খাদ্য গলাধঃকরণে সহায়তা করে। অবিরত লালাক্ষরণের কারণেই মানুষের জিহবা কখনো শুকোয় না।