যখন কোনো তেলাপোকা বুঝতে পারে যে সে উলটো হয়ে গেছে তখন সে অনেক পা দিয়ে অনেক চেষ্টা করে সোজা হওয়ার জন্য, মাঝে মাঝে তারা সোজাও হয়ে যায়। কিন্তু তেলাপোকা যখন অনেক দুর্বল থাকে তখন আর তারা এতো কষ্ট করে সোজা হতে পারেনা, একসময় খাবারের অভাবে মারা যায়। কিন্তু যদি কোনোভাবে তারা খাবার খেতে পারে তাহলে বেঁচে থাকে!