মোঃ নাসির উদ্দীন: এগুলি আসলে কাল্পনিক হিসেবে চিত্রিত হয় নি, আমরা যে এলিয়েন কিংবা স্পেসশিপের ছবি দেখি তা হাজার বছর আগের মায়ান সভ্যতার দ্বারা পাথরে অংকিত চিত্র যার প্রমান এখনো আছে প্রাচীন পিরামিড গুলির আস্তরের ফাকে ফাকে,
বিভিন্ন চিত্রের মধ্যে এমন লম্বাকৃতির মুখ + অর্ধচন্দ্রাকার আকাশযান + বড় আকৃতির বাল্ব লাইটের চিত্র গুলোও আধুনিক মানুষদের ভাবিয়ে তোলে
বিজ্ঞানীরা এখনো অবাক প্রাচীন সভ্যতার মানুষরা কিভাবে এতো নিখুঁত ভাবে পিরামিড এর মতন জিনিস তৈরি করেছিলো, অনেক বিজ্ঞানী তো এ ও দাবি করে বসেছে যে, প্রাচীন যুগের মায়ান সভ্যতার মানুষদের সাথে এলিয়েন দের যোগাযোগ ছিলো এবং বিভিন্ন ক্ষেত্রে এলিয়েন রা তাদের help ও করেছিলো (যদিও সবই এখনো কাল্পনিক এবং ধোয়াশার মধ্যেই পড়ে আছে)
আমার নিজস্ব মতে এলিয়েন বলতে মনে হয় কিছু নেই, তবুও আবার যখন পিরামিড কিংবা প্রাচীন বিভিন্ন আশ্চর্যজনক শিল্পকর্ম গুলির দিকে তাকাই তখন আমার মনে সন্দেহ জাগে, প্রাচীন মানব জাতিদের সাথে সত্যিই কি অন্য কোন জাতির যোগাযোগ ছিলো কি না