সাইকেল চালানোর সুফল কী কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
570 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,820 পয়েন্ট)

4 উত্তর

0 টি ভোট
করেছেন (141,820 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

রিক্সা, বাস, সিএনজি, মোটরাইকেল বা গাড়ি- বাহন যাই হোক যানজটে বসে থাকতেই হয়। রিক্সা, বাস, সিএনজিতে আছে অতিরিক্ত ভাড়া, ভীড় আর সময় মতো না পাওয়ার ঝামেলা। আর নিজস্ব যানবাহনে আছে কাগজপত্র ঠিক রাখা, ড্রাইভিং লাইসেন্সের ঝামেলা, তেল ও রক্ষণাবেক্ষনের খরচ ইত্যাদি।

এই ঝামেলাগুলোর সিংহভাগই নেই সাইকেলে। আর বাড়তি সুবিধা হিসেবে আছে স্বাস্থ্য ও মানসিক সুস্থতার আশ্বাস।

স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইট জানিয়েছে এসব সুবিধা।

সাইকেল চালানো শুধু শরীরের জন্য ভালো তা নয়, প্রতিদিনের শত ঝামেলা মাথা থেকে সাময়িক ঝেড়ে ফেলতেও বেশ উপকারী। পাশাপাশি আমাদের ভারসাম্য, সমন্বয় এবং ক্ষীপ্রতা বাড়াতেও সাইকেল চালানো অত্যন্ত সহায়ক।

শরীর থেকে চর্বি ঝরানোর অন্যতম উপায় সাইকেল চালানো। কারণ এতে হৃদস্পন্দন দ্রুত হয়, যা দ্রুত চর্বি দূর করে। গবেষণায় বলা হয় দ্রুত থেকে মাঝারি গতিতে আধা ঘণ্টা সাইকেল চালানোর পর এক ঘণ্টা বা তারও বেশি সময় ধরে ক্যালরি পুড়তে থাকে।

বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন সাইকেল চালানো ঘুম না হওয়ার সমস্যা দূর করে। অপর্যাপ্ত ঘুমের প্রভাব পড়ে স্বাস্থ্যের উপর, ফলে ‘ইনসোমনিয়া’র সমস্যা থাকলে সাইকেল চালানোর অত্যন্ত উপকারী। দ্রুত ঘুমাতে এবং ভালো ঘুম হতেও সহায়ক সাইকেল চালানো। 

সাইকেল চালানো একটি পূর্ণাঙ্গ শরীরচর্চা, যা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। সাইকেল চালানোর মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বাড়ে এবং ফুসফুসকে দ্রুত শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে।

কর্মক্ষমতা এবং শারীরিক গঠনেও উন্নতি আসে সাইকেল চালানোর মাধ্যমে। কিছু গবেষণায় দেখা গেছে, যারা প্রতি সপ্তাহে ৩০ কিলোমিটার বা তার বেশি পরিমাণ সাইকেল চালান তাদের হৃদরোগের আশঙ্কা অনেক কম থাকে।

অন্যান্য ভার উত্তোলনভিত্তিক ব্যায়ামগুলোর তুলনায় সাইকেল চালানোতে হাড়ের জোড়ে চাপ পড়ে কম। তাই ব্যালেন্স ঠিক রেখে চালাতে শিখে গেলে ব্যথা পাওয়ার সম্ভবনাও কম থাকে। পাশাপাশি পায়ের পেশিও সুগঠিত হয়।

পরিশেষে বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ দূর করতে ও মস্তিষ্কের স্বাভাবিক কাজ বাড়াতে সাইকেল চালানো অত্যন্ত উপকারী।

ক্রেডিট: বিডিনিউজ ২৪

0 টি ভোট
করেছেন (9,000 পয়েন্ট)
img

 

সাইকেল চালানোর সুফল

2016-08-30 17:38:13

লাইফস্টাইল ডেস্ক,, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

featured-image

বর্ষার সময় উপযুক্ত না হলেও, অন্যান্য সময়ে সাইকেল চালানো যেতেই পারে। আর যানজটের শহরে যে কোনো জায়গায় দ্রুত পৌঁছানো ছাড়াও দ্বিচক্রযান চালানোতে রয়েছে নানান উপকার।

 

রিক্সা, বাস, সিএনজি, মোটরাইকেল বা গাড়ি- বাহন যাই হোক যানজটে বসে থাকতেই হয়। রিক্সা, বাস, সিএনজিতে আছে অতিরিক্ত ভাড়া, ভীড় আর সময় মতো না পাওয়ার ঝামেলা। আর নিজস্ব যানবাহনে আছে কাগজপত্র ঠিক রাখা, ড্রাইভিং লাইসেন্সের ঝামেলা, তেল ও রক্ষণাবেক্ষনের খরচ ইত্যাদি।

 

এই ঝামেলাগুলোর সিংহভাগই নেই সাইকেলে। আর বাড়তি সুবিধা হিসেবে আছে স্বাস্থ্য ও মানসিক সুস্থতার আশ্বাস।

 

স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইট জানিয়েছে এসব সুবিধা।

 

সাইকেল চালানো শুধু শরীরের জন্য ভালো তা নয়, প্রতিদিনের শত ঝামেলা মাথা থেকে সাময়িক ঝেড়ে ফেলতেও বেশ উপকারী। পাশাপাশি আমাদের ভারসাম্য, সমন্বয় এবং ক্ষীপ্রতা বাড়াতেও সাইকেল চালানো অত্যন্ত সহায়ক।

 

শরীর থেকে চর্বি ঝরানোর অন্যতম উপায় সাইকেল চালানো। কারণ এতে হৃদস্পন্দন দ্রুত হয়, যা দ্রুত চর্বি দূর করে। গবেষণায় বলা হয় দ্রুত থেকে মাঝারি গতিতে আধা ঘণ্টা সাইকেল চালানোর পর এক ঘণ্টা বা তারও বেশি সময় ধরে ক্যালরি পুড়তে থাকে।

 

বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন সাইকেল চালানো ঘুম না হওয়ার সমস্যা দূর করে। অপর্যাপ্ত ঘুমের প্রভাব পড়ে স্বাস্থ্যের উপর, ফলে ‘ইনসোমনিয়া’র সমস্যা থাকলে সাইকেল চালানোর অত্যন্ত উপকারী। দ্রুত ঘুমাতে এবং ভালো ঘুম হতেও সহায়ক সাইকেল চালানো।

 

সাইকেল চালানো একটি পূর্ণাঙ্গ শরীরচর্চা, যা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। সাইকেল চালানোর মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বাড়ে এবং ফুসফুসকে দ্রুত শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে।

 

কর্মক্ষমতা এবং শারীরিক গঠনেও উন্নতি আসে সাইকেল চালানোর মাধ্যমে। কিছু গবেষণায় দেখা গেছে, যারা প্রতি সপ্তাহে ৩০ কিলোমিটার বা তার বেশি পরিমাণ সাইকেল চালান তাদের হৃদরোগের আশঙ্কা অনেক কম থাকে।

 

অন্যান্য ভার উত্তোলনভিত্তিক ব্যায়ামগুলোর তুলনায় সাইকেল চালানোতে হাড়ের জোড়ে চাপ পড়ে কম। তাই ব্যালেন্স ঠিক রেখে চালাতে শিখে গেলে ব্যথা পাওয়ার সম্ভবনাও কম থাকে। পাশাপাশি পায়ের পেশিও সুগঠিত হয়।

 

পরিশেষে বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ দূর করতে ও মস্তিষ্কের স্বাভাবিক কাজ বাড়াতে সাইকেল চালানো অত্যন্ত উপকারী।
0 টি ভোট
করেছেন (3,150 পয়েন্ট)
img

সাইকেল চালানোর সুফল
2016-08-30 17:38:13
লাইফস্টাইল ডেস্ক,, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
featured-image
বর্ষার সময় উপযুক্ত না হলেও, অন্যান্য সময়ে সাইকেল চালানো যেতেই পারে। আর যানজটের শহরে যে কোনো জায়গায় দ্রুত পৌঁছানো ছাড়াও দ্বিচক্রযান চালানোতে রয়েছে নানান উপকার।

রিক্সা, বাস, সিএনজি, মোটরাইকেল বা গাড়ি- বাহন যাই হোক যানজটে বসে থাকতেই হয়। রিক্সা, বাস, সিএনজিতে আছে অতিরিক্ত ভাড়া, ভীড় আর সময় মতো না পাওয়ার ঝামেলা। আর নিজস্ব যানবাহনে আছে কাগজপত্র ঠিক রাখা, ড্রাইভিং লাইসেন্সের ঝামেলা, তেল ও রক্ষণাবেক্ষনের খরচ ইত্যাদি।

এই ঝামেলাগুলোর সিংহভাগই নেই সাইকেলে। আর বাড়তি সুবিধা হিসেবে আছে স্বাস্থ্য ও মানসিক সুস্থতার আশ্বাস।

স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইট জানিয়েছে এসব সুবিধা।

সাইকেল চালানো শুধু শরীরের জন্য ভালো তা নয়, প্রতিদিনের শত ঝামেলা মাথা থেকে সাময়িক ঝেড়ে ফেলতেও বেশ উপকারী। পাশাপাশি আমাদের ভারসাম্য, সমন্বয় এবং ক্ষীপ্রতা বাড়াতেও সাইকেল চালানো অত্যন্ত সহায়ক।

শরীর থেকে চর্বি ঝরানোর অন্যতম উপায় সাইকেল চালানো। কারণ এতে হৃদস্পন্দন দ্রুত হয়, যা দ্রুত চর্বি দূর করে। গবেষণায় বলা হয় দ্রুত থেকে মাঝারি গতিতে আধা ঘণ্টা সাইকেল চালানোর পর এক ঘণ্টা বা তারও বেশি সময় ধরে ক্যালরি পুড়তে থাকে।

বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন সাইকেল চালানো ঘুম না হওয়ার সমস্যা দূর করে। অপর্যাপ্ত ঘুমের প্রভাব পড়ে স্বাস্থ্যের উপর, ফলে ‘ইনসোমনিয়া’র সমস্যা থাকলে সাইকেল চালানোর অত্যন্ত উপকারী। দ্রুত ঘুমাতে এবং ভালো ঘুম হতেও সহায়ক সাইকেল চালানো।

সাইকেল চালানো একটি পূর্ণাঙ্গ শরীরচর্চা, যা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। সাইকেল চালানোর মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বাড়ে এবং ফুসফুসকে দ্রুত শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে।

কর্মক্ষমতা এবং শারীরিক গঠনেও উন্নতি আসে সাইকেল চালানোর মাধ্যমে। কিছু গবেষণায় দেখা গেছে, যারা প্রতি সপ্তাহে ৩০ কিলোমিটার বা তার বেশি পরিমাণ সাইকেল চালান তাদের হৃদরোগের আশঙ্কা অনেক কম থাকে।

অন্যান্য ভার উত্তোলনভিত্তিক ব্যায়ামগুলোর তুলনায় সাইকেল চালানোতে হাড়ের জোড়ে চাপ পড়ে কম। তাই ব্যালেন্স ঠিক রেখে চালাতে শিখে গেলে ব্যথা পাওয়ার সম্ভবনাও কম থাকে। পাশাপাশি পায়ের পেশিও সুগঠিত হয়।

পরিশেষে বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ দূর করতে ও মস্তিষ্কের স্বাভাবিক কাজ বাড়াতে সাইকেল চালানো অত্যন্ত উপকারী।
0 টি ভোট
করেছেন (15,200 পয়েন্ট)
নিয়মিত সাইকেল চালানোর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কমবেশি ধারণা আছে। কঠিন সব রোগ সারে সাইকেল চালালে। প্রতিদিন সাইকেল চালালে যেমন আপনার খরচ বাঁচবে; ঠিক তেমনই শরীর থাকবে সুস্থ।বিশেষজ্ঞদের মতে, সাইক্লিং একটি দুর্দান্ত ওয়ার্কআউট, যা আপনাকে সক্রিয় রাখে। এটি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই স্বাস্থ্যকর জীবনধারণ করতে ও ফিট থাকতে সাহায্য করে।

 

শরীরের অতিরিক্ত ওজন কমাতেও সাইক্লিং করার বিকল্প নেই। এ ছাড়াও এর বিশেষ কিছু উপকার আছে। যেমন সাইক্লিং করার মাধ্যমে আপনার বিপাক ক্রিয়া বেড়ে যায় এবং পেশি তৈরি হয়।

 

এমনকি আপনি যখন বিশ্রাম নিবেন তখনও দেহ ক্যালোরি পোড়াতে ব্যস্ত থাকবে। এ ছাড়াও সাইকেল চালালে শরীর কীভাবে সুস্থ থাকবে জেনে ☰

The Blog

লাইফস্টাইল

 

সাইকেল চালালে সারবে যেসব কঠিন রোগ

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১

সাইকেল চালালে সারবে যেসব কঠিন রোগ

নিয়মিত সাইকেল চালানোর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কমবেশি ধারণা আছে। কঠিন সব রোগ সারে সাইকেল চালালে। প্রতিদিন সাইকেল চালালে যেমন আপনার খরচ বাঁচবে; ঠিক তেমনই শরীর থাকবে সুস্থ।

 

Advertisement

 

 

বিশেষজ্ঞদের মতে, সাইক্লিং একটি দুর্দান্ত ওয়ার্কআউট, যা আপনাকে সক্রিয় রাখে। এটি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই স্বাস্থ্যকর জীবনধারণ করতে ও ফিট থাকতে সাহায্য করে।

 

শরীরের অতিরিক্ত ওজন কমাতেও সাইক্লিং করার বিকল্প নেই। এ ছাড়াও এর বিশেষ কিছু উপকার আছে। যেমন সাইক্লিং করার মাধ্যমে আপনার বিপাক ক্রিয়া বেড়ে যায় এবং পেশি তৈরি হয়।

 

এমনকি আপনি যখন বিশ্রাম নিবেন তখনও দেহ ক্যালোরি পোড়াতে ব্যস্ত থাকবে। এ ছাড়াও সাইকেল চালালে শরীর কীভাবে সুস্থ থাকবে জেনে নিন-

 

Advertisement

 

 

>> পায়ের শক্তিও বাড়ে সাইক্লিং করলে। এতে আপনার পায়ের পেশি শক্তিশালী হয়। সাইক্লিংয়ের কর্মক্ষমতা আরও বাড়াতে প্রতি সপ্তাহে কয়েকবার স্কোয়াট, লেগ প্রেস এবং লুঞ্জের মতো ভারোত্তোলন অনুশীলন করুন।

 

>> সাইক্লিং করা ফলে কোমর এবং পেটের মেদ কমে। অনেকেরই ওজন বাড়লে ভুরি হয়ে থাকে। তারা নিয়মিত সাইকেল চালালে দ্রুত ভুরি কমাতে পারবেন।

 

>> মানসিক চাপ দূর করতেও সাইক্লিং উপকারী। এর ফলে চাপ, হতাশা বা উদ্বেগ সহজেই দূর হয়। কারণ সাইকেল চালানো একটি দুর্দান্ত ওয়ার্কআউট হিসেবে কাজ করে। আর যেকোনো ধরনের শরীরচর্চার ফলেই হ্যাপি হরমোনের সিঃসরণ ঘটে।

 

>> বিশেষজ্ঞদের মতে, যারা হাতাশায় ভুগেন; তাদের জন্য সাইক্লিং হতে পারে উপকারী। সাইক্লিং জীবনের নিয়মিত অংশে পরিণত করলে আপনি ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের সুস্থতায়ও সাইক্লিং হতে পারে সেরা উপায়। স্তন ক্যান্সারসহ বেশ কিছু ধরণের ক্যান্সারের ঝুঁকি কমায় সাইক্লিং। ২০১৯ সালের গবেষণা অনুসারে, স্তন ক্যান্সারে আক্রান্তদের চিকিত্সার পার্শ্ব-প্রতিক্রিয়া কমায় সাইক্লিং।

 

>> সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি কিছুক্ষণ সাইক্লিং করেন; তাহলে শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যাবে। এর ফলে সারাদিন কাজে মনোযোগী হতে পারবেন, সেইসঙ্গে এনার্জিও পাবেন অনেক। গবেষণায় দেখা গেছে, সকালে সাইক্লিং করলে মেদ কমে, সহনশীলতা বাড়ে এবং শক্তি ও বিপাকক্রিয়ার উন্নতি ঘটে।

 

>> ২০১৯ সালের এক গবেষণায় দেখা গেছে, যারা ৬ সপ্তাহ ধরে সকালের নাস্তার আগে সাইক্লিং করেছেন; তাদের ইনসুলিনের প্রতিক্রিয়ার উন্নত ঘটেছিল।

 

>> নিয়মিত সাইক্লিং করলে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের মতো কার্ডিয়াক সমস্যা রোধ করা যায়। সাইক্লিং করলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও কমে।

 

>> সাইকেল চালানোর ফলে ভারসাম্য, ভঙ্গি ও মনোযোগ বাড়ে। আপনি যখন নিজের দেহকে স্থিতিশীল করেন এবং সাইকেলটি সোজা রাখেন; তখন আপনার সামগ্রিক ভারসাম্য, সমন্বয় এবং ভঙ্গিমার উন্নতি ঘটে। এর ফলে হঠাৎ পড়ে গিয়ে ফ্র্যাকচার হওয়ার ঘটনা কম ঘটে।

 

>> আপনি যদি সাইকেল চালাতে না পারেন; তাহলে ঘরেই ব্যায়াম করার জন্য সাইকেল কিনে নিন। নিয়মিত সাইকেল চালালে আপনি উপ২০১৮ সালের এপ্রিল মাসে রাষ্ট্রসংঘর সাধারণ সভা ৩ জুন তারিখটিকে বিশ্ব সাইকেল দিবস হিসাবে উদযাপন করতে প্রস্তাব গ্রহণ করেছিলেন। বিশ্ব সাইকেল দিবস সমগ্র বিশ্বে জাতি, বর্ণ, লিঙ্গ, বয়স ভেদে উদযাপন করা হয়।

 

সূত্র: হেলথলাইন

 

জেএমএস/জেআইএমকার পাবেন।আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।নিন-

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 353 বার দেখা হয়েছে
06 জানুয়ারি 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,200 পয়েন্ট)
+1 টি ভোট
4 টি উত্তর 514 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 550 বার দেখা হয়েছে
0 টি ভোট
4 টি উত্তর 1,168 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 2,641 বার দেখা হয়েছে
26 নভেম্বর 2023 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nahid Jahan Bhuiyan (4,420 পয়েন্ট)

10,729 টি প্রশ্ন

18,374 টি উত্তর

4,730 টি মন্তব্য

242,930 জন সদস্য

38 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 36 জন গেস্ট অনলাইনে
  1. akramul5556

    110 পয়েন্ট

  2. amir

    110 পয়েন্ট

  3. GeriDowse131

    100 পয়েন্ট

  4. ChristianSta

    100 পয়েন্ট

  5. MaricruzMatn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান পৃথিবী চোখ রোগ রাসায়নিক শরীর রক্ত আলো মোবাইল ক্ষতি চুল কী #ask চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য প্রাণী বৈজ্ঞানিক মাথা গণিত মহাকাশ পার্থক্য এইচএসসি-আইসিটি #science বিজ্ঞান #biology খাওয়া গরম শীতকাল কেন #জানতে ডিম চাঁদ বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং উপকারিতা শক্তি লাল আগুন সাপ মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মশা মাছ ঠাণ্ডা মস্তিষ্ক শব্দ ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন উদ্ভিদ কালো কি বিস্তারিত রঙ পা মন পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি দাঁত আম হরমোন বিড়াল কান্না
...