সাইকেলের চাকার ভেতরের টিউবে ছোট ছোট ছিদ্র থাকে যেটা দিয়ে আস্তে আস্তে হাওয়া বের হতে পারে।
টিউবে হাওয়া ভরার জন্য যে ভাল্ব থাকে সেটা দিয়েও দীর্ঘ সময় ধরে অল্প অল্প হাওয়া বের হয় ।ভাল্ব ক্যাপ ব্যাবহার করলে এভাবে হাওয়া কম বের হয়।
চাকার রাবার টিউব পুরোপুরি বায়ুনিরোধক নয়।রাবারের দেওয়াল বাতাস " সলিউসন- ডিফিউসন " পদ্ধতিতে ভেদ করে বাইরে বেরিয়ে আসে। টিউব কতটা পুরু, ভেতরে বাতাসের চাপ ,বাইরে পরিবেশের তাপমাত্রা ইত্যাদির উপর নির্ভর করে প্রতিমাসে চাকার ভেতর বাতাসের চাপ ১ থেকে ৩ পি এস আই কমতে পারে।এই পদ্ধতিতে বাতাসের বের হওয়াটা আটকানোর কোন উপায় নেই তবে বর্তমানে অনেকে টায়ারে N2 গ্যাস ব্যবহার করছেন।বাতাসের তুলনায় N2 গ্যাস চাকা থেকে কম বের হয়। একইভাবে ফুটবলের গায়েও খুব সূক্ষ ছিদ্র থাকে, যা দিয়ে বাতাস বের হয়। এ কারণে দীর্ঘদিন রেখে দিলে কিছুটা চুপসে যায়।
- ইশরাত জাহান ফারিহা