বেশির ভাগ ক্ষেত্রে নারীরা শাড়ি, স্কার্ট জাতীয় পোশাক পরেন তাই সাইকেলের সামনে রড থাকার কারণে তাদের অস্বস্তিতে পড়তে হয়। আবার, এসব পোশাকে পা তুলে সাইকেলে আরোহন করাও দূরুহ। অন্যদিকে, নারীর সল্প উচ্চতাও অনেক সময় বিবেচনায় রাখা হয়৷। এছাড়াও, সাইকেলের সামনে এমন কোনো বস্তু থাকলে তাদের পোশাক উঠে যাওয়া বা এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি রড থাকার কারণে তাদের সাইকেল চালাতে অসুবিধায়ও পড়তে হয়। মূলত সে কারণেই নারীদের সাইকেলের সামনে রড রাখা হয় না।
বর্তমান সময়ে অনেকে প্যান্ট জাতীয় পোষাক পরিধান করে থাকেন। তবুও এই প্রচলন রয়ে গিয়েছে। ভালো মানের ধাতু এবং ফাইবারে তৈরি হওয়া এসব যন্ত্রাংশ অত্যন্ত মজবুত হওয়ায় এই রডের প্রয়োজনও হয় না।
- নাহিদ জাহান ভূঁইয়া।