মূলত জড় পদার্থ থেকেই জীবিত কোষের উৎপত্তি। পৃথবীতে জীবনের সূত্রপাত শুরুর আগে থেকেই মহাবিশ্বে সেই জীবের কোষের পদার্থগুলো ছিল। ধীরে ধীরে সেই পদার্থ একত্রিত হয়ে RNA অণু গঠন করে। আরএনএ জেনেটিক তথ্য ধারণ করতে পারে সেই সাথে প্রথস RNA অণু নিজের প্রতিলিপি তৈরি করতে পারতো। এভাবে ধীরের ধীরে আরএনএ থেকে জীবনের সুত্রপাত হতে থাকে। তারপর লিপিড ও প্রোটিনের কাঠামো, যেগুলো আগে থেকেই পরিবেশে ধীরে ধীরে তৈরি হয়েছিল, সেগুলোর সাথে আরএনএ সংযুক্ত হয়ে কোষের সৃষ্টি হয়। এভাবেই জীবনের সুত্রপাতের আগেই থাকা জড় বস্তু একত্রিত হয়ে কোষ তৈরি করেছিল।
তবে পুরোটাই বিজ্ঞানীদের ধারণা।