ফেইসবুকে সবচেয়ে প্রচলিত কিছু গুজবের মধ্যে একটি হচ্ছে, "স্ক্র্যাচ কার্ডের উপরের অংশ নখ দিয়ে ঘষে তুললে বা দেহের সংস্পর্শে এলে স্কিন ক্যান্সার হয়। কারণ স্ক্র্যাচ কার্ডের উপরের অংশে থাকে সিলভার নাইট্রো অক্সাইড।"
তথ্যটি সম্পূর্ণ ভুল, এমনকি সিলভার নাইট্রো অক্সাইড নামক কোন যৌগের অস্তিত্বও নেই। AFP Fact Check এর পক্ষ থেকে IARC এর ডাটাবেজ অনুসন্ধান করে দেখা গেছে যে, ক্যান্সারজনক পদার্থের তালিকায় সিলভার নাইট্রো অক্সাইড এর নাম নেই। সিলভার নাইট্রো অক্সাইড এর অনুরূপ নামে দুটি যৌগ হচ্ছে Nitrous oxide (লাফিং গ্যাস) এবং Nitric oxide। এই দুটি উপাদানের কোনটিই স্ক্র্যাচ কার্ড তৈরিতে ব্যবহার হয়না। স্ক্র্যাচ কার্ডের উপরের আবরণ বিশেষ ল্যাটেক্স বা UV Ink দিয়ে তৈরি। প্রসঙ্গত উল্লেখ্য, UV Ink বলতে এখানে বোঝানো হয়েছে এমন কালি যা UV রেডিয়েশন এর নিচে শুকায়। UV Ink হচ্ছে রঙিন মনোমার ও ওলিগোমার দিয়ে তৈরি। এখানে সিলভার নাইট্রো অক্সাইড এর অস্তিত্বও নেই। স্ক্র্যাচ কার্ডের উপরের আবরণে ব্যবহৃত উপাদানের সাথে ক্যান্সারের সম্পর্ক আছে এমন বিশ্বাসযোগ্য কোন রেফারেন্সও নেই।
ক্রেডিট: নিশাত তাসনিম (সাইন্স বী)