জীবদেহ কোষ দ্বারা গঠিত। মাইটোসিস প্রক্রিয়ায় কোন বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। এর ফলে বহুকোষী জীবদেহে দৈহিক বৃদ্ধি ঘটে। সব বহুকোষী জীবই জাইগোট নামক কোষ থেকে বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ন জীবে পরিনত হয়।