পৃথিবীব্যাপী উষ্ণমন্ডল ও নাতিশীতোষ্ণমন্ডলে ১২ গোত্রে বিভক্ত Testudines বর্গের ৯০ গণের ২৫০ প্রজাতির কাছিম ও কাইট্টা রয়েছে। এগুলি কেবল প্রাচীনতম সরীসৃপ নয়, এদের পরিবর্তনও ঘটেছে সামান্যই। বাংলাদেশে ৫ গোত্রের (৩ অন্তর্দেশীয় ও ২ সামুদ্রিক) ২৬ প্রজাতির কাছিম ও কাইট্টা (বর্গ Testudines, সাবেক বর্গ Chelonia) আছে।
বড় কচ্ছপরা শুকনো জমিতে খুব ধীরে চলে, প্রায় ০.২৭ কিমি./ঘণ্টা। কচ্ছপের নথিভুক্ত দ্রুততম গতি ৫ মাইল/ ঘণ্টা।