নকশী কচ্ছপ, হলো উত্তর আমেরিকার একটি অতি পরিচিত স্থানীয় কচ্ছপ। এরা ধীরে বহমান স্বাদু পানির বাসিন্দা।আটলান্টিক মহাসাগর,প্রশান্ত মহাসাগর, হতে শুরু করে দক্ষিণ কানাডা কিংবা মেক্সিকোর উত্তরাঞ্চলে এরা বসবাস করে থাকে। এ নকশী কচ্ছপ Chrysemys গণভুক্ত একমাত্র প্রজাতি যা পুকুরবাসী কচ্ছপ পরিবার Emididae -র অংশ। বিভিন্ন সময়ে প্রাপ্ত ফসিলসমূহ হতে প্রমাণিত হয়েছে যে প্রায় ১৫লক্ষ বছর পূর্বেও এ প্রজাতির কচ্ছপের অস্তিত্ব ছিল। চারটি প্রদেশীয় উপপ্রজাতির (পূর্বাঞ্চলীয়,মধ্যপ্রদেশীয়, দক্ষিণাঞ্চলীয় এবং পশ্চিমাঞ্চলীয়) আবির্ভাব ঘটেছিল সর্বশেষ তুষারযুগে।এই নকশী কচ্ছপেরা ডিম অথবা শিশু অবস্থায় কাক, বিভিন্ন প্রজাতির ইঁদুর, মলাস্কা পর্বের প্রাণী, সাপ, হিংস্র প্রাণীর শিকারে পরিণত হয়।তবে প্রাপ্তবয়স্ক কচ্ছপগুলোর শক্ত খোলস এদের রক্ষা করে।উষ্ণতার ভিত্তিতে এরা দিবাভাগে ডাঙ্গায় পাথরের উপর রৌদ্র পোহায়।শীতকালে নকশী কচ্ছপেরা সাধারণত জলাশয়ের তলদেশে কাদামাটিতে শীতনিদ্রায় চলে যায়।