মায়া হরিণ বা কাকর হরিণ (ইংরেজি: Indian Muntjac or Barking Deer) হরিণ প্রজাতির অন্যতম খর্বকায় ও লাজুক সদস্য। ছোট আকারে লালচে বাদামী পিংগল রং এর ফোঁটা বিহীন এ হরিণের চলাফেরা ও জীবনধারণ খুবই চমৎকার। মায়া হরিণ ভয় পেলে বা শিকারী প্রাণী দেখতে পেলে কুকুরের মত ঘেউ ঘেউ করে বলে এদের বার্কিং ডিয়ার বলে। দক্ষিণ ও দক্ষিণ- পূর্ব এশিয়ার বিশাল অংশ জুড়ে মায়া হরিণ দেখা যায়। কাজিরাঙা জাতীয় উদ্যানে এই প্রজাতিটি একটি উল্লেখযোগ্য প্রাণী। এরা ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন,১৯৭২ দ্বারা এখানে সুরক্ষিত।
বাসস্থান
উত্তর- পূর্ব ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের ইসলামাবাদ, চীনের দক্ষিণাঞ্চল, ইন্দোনেশিয়া ও এর দ্বীপসমূহ মায়া হরিণের আবাসস্থল। এরা সাধারণত জলের আশেপাশে বসবাস করে। পুরুষ মায়া হরিণ তার নিজস্ব এলাকায় বসবাস করে যা একাধিক স্ত্রী- মায়া হরিণের এলাকাকে স্পর্শ করে।
শ্ৰেণীবিভাজন:
মায়া হরিণের ১৫টি উপ-প্ৰজাতি বিশ্বজুড়ে দেখা যায়-
M. m. annamensis, ইন্দোচীন
M. m. aureus, ভারত
M. m. bancanus, বিলিটন (Belitung) আর বাংকা দ্বীপ (Bangka Island)
M. m. curvostylis, থাইল্যান্ড
M. m. grandicornis, মিয়ানমার
M. m. malabaricus, দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কা
M. m. montanus, পার্বত্য মায়া হরিণ (Mountain Muntjac), সুমাত্ৰা
M. m. muntjak, জাভা আর দক্ষিণ সুমাত্ৰা
M. m. nainggolani, বালি আর লম্বক দ্বীপপুঞ্জ
M. m. nigripes, ভিয়েতনাম আর হাইনান দ্বীপ
M. m. peninsulae, মালয়েশিয়া
M. m. pleicharicus, দক্ষিণ বোর্নিও
M. m. robinsoni, বিনটান (Bintan)দ্বীপ আর লিংগা (Linga) দ্বীপপুঞ্জ
M. m. rubidus, উত্তর বোর্নিও
M. m. vaginalis, মিয়ানমার থেকে দক্ষিণ-পশ্চিম চীন
সূত্র: উইকিপিডিয়া