লিমিটিং ফ্যাক্টর হলো এমন সব বস্তু বা সম্পদ যা পরিবেশের বিভিন্ন প্রানী বা কোষের বৃদ্ধি সীমিত করে দেয়। আবার রাসায়নিক বিকৃয়ার ক্ষেত্রে লিমিটিং ফেক্টর হলো যা বিকৃয়ায় প্রয়োজনের চেয়ে কম পরিমানে থাকে।
পরিবেশের ক্ষেত্রে খাদ্য, পানি, অক্সিজেন ইত্যাদি হলো লিমিটিং ফ্যাক্টর। এগুলো কম বেশি হলে প্রানিজগতের ওপর এর প্রভাব পড়ে।