যদি Physics এর ভাষায় বলি তাহলে এটি অসীম পযর্ন্ত যেতে থাকবে। তবে ধীরে ধীরে আলো উজ্জ্বলতা হারাবে। কিন্তু কখনোই এর মান ০ হবে না। ০ হলে এটি শক্তির সংরক্ষণশীলতার সূত্র অমান্য করবে, যা কখনো সম্ভব না। তাই এটি 3×10^8 m/s বেগে অসীম পযর্ন্ত চলতেই থাকবে।
Answered by: Bishal Datta