Shahrier Nahin-
ইন্টারনেট এ তিন ধরনের ভাগ রয়েছে,
1.সারফেস ওয়েব: আমরা সাধারণত গুগল, ইয়াহু ইত্যাদি সার্চ ইঞ্জিন দিয়ে যে সমস্ত বিষয় দেখতে পারি, এটি ইন্টারনেটের খুবই কম অংশ।
2.ডীপ ওয়েব: ডীপ ওয়েব সাধারণত কোনো কোম্পানি বা কোনো দেশের সরকার নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদানের জন্য ব্যাবহার করে, সাধারণ সার্চ ইঞ্জিন দিয়ে এই সমস্ত পেজে ঢোকা সম্ভব নয়। এই সমস্ত পেজে ঢুকতে পেজের লিংক জানতে হবে।
3.ডার্ক ওয়েব: এটিও সাধারণ মানুষের জন্য প্রবেশ যোগ্য নয় এবং সাধারণ ব্রাউজার দিয়েও প্রবেশ করা যায় না। এখন প্রবেশ করতে টর ব্রাউজার ব্যবহার করা হয় এবং এধরণের সাইট গুলি .onion এক্সটেনশন ব্যাবহার করে। এখানে সবাই যেহেতু নিজেকে গোপন রেখে প্রবেশ করে তাই এদের খুঁজে বের করা সরকার এর পক্ষে খুবই কঠিন। এখানে ড্রাগস কেনাবেচা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র কেনাবেচাও হয় আর এই সমস্ত কেনাবেচা গুলি বিটকয়েন মুদ্রার এর মাধ্যমে হয়। এছাড়াও এখানে মুভি পাইরেসি হয়, চাইল্ড পর্নোগ্রাফি দেখা যায় অর্থাৎ সাধারণত যে সমস্ত জিনিস অবৈধ সেগুলি এখানে বৈধ।
সবশেষে , ডীপ ওয়েব সাধারণত কিছু ব্যাক্তি বা প্রতিষ্ঠান নিজেদের মধ্যে গোপন তথ্য আদান প্রদানের জন্য ব্যাবহার করে। সাধারণ ব্রাউজার দিয়ে এটিতে প্রবেশ করা যায় পেজের ঠিকানা জানা থাকলে এবং এটি অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়। অপরপক্ষে ডার্ক ওয়েব অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ বা সাধারণ ব্রাউজার এর পক্ষে প্রবেশ সম্ভব নয় এবং এখানে প্রবেশ করাটাও বিপদজনক।