নিচের ৫টি শিখলে তুমি একজন ওয়েব ডিজাইনার+ডেভেলপার হতে পারবে!
1) html
2) CSS
3) javascript/JQuery
4) Bootstrap
5) PSD to html
1) html আপনাকে প্রথমে html শিখতে হবে ওয়েব সাইট এর মার্কআপ করার জন্যে। আনুমানিক প্রায়(৭/৮)দিন সময়
লাগতে পারে।
-2) CSS - এটা দিয়ে ওয়েব সাইটের ডিজাইন করা হয়। নানা ধরনের কালার, ফ্রন্ট ইত্যাদি ব্যবহার করে সুন্দর ও চমৎকার ডিজাইন করা যায়। যদি এটা শিখে ফেলেন তাহলে একটা স্ট্যাটিক ওয়েব সাইট তৈরী করতে পারবে। আনুমানিক
(২০/২৫) দিন সময় লাগতে পারে।
3) Javascript -যখন ব্রাউজার নানা ধারনের লেখা ছবি ইত্যাদি ওপাশ থেকে এপাশ- ডানে থেকে বামে, এনিমেশন ইত্যাদি দেখা তাই javascript দিয়ে তৈরী। javascript হচ্ছে একটা programming language. এটা শিখতে অনেক সময় লেগে পারে (২-৩) মাস। তার পরিবর্তিতে
jQuery শিখা যাবে।jQuery হচ্ছে javascript এর লাইব্রেরি।
-4) Bootstrap-এটা হচ্ছে একটি জনপ্রিয় framework. bootstrap শিখে অল্প সময়ের মাজে রেস্পন্সিব ওয়েবসাইট ডিজাইন তৈরী করা যায়।
5)PSD to html - PSD Photoshop design. যেমন ক্লায়েন্ট তোমায় একটা PSD ফাইল দিবে সেটা দেখে কোডিং করে ডিজাইন করতে হয়।
"এই ৫টি ধারাবাহিক ভাবে শিখলে একজন ডিজাইনার হতে পারবে।আর সৃজনশীল থাকতে হবে"।