কয়েক দশকের পর্যবেক্ষনে দেখা গেছে, বিশেষ কিছু পরিস্থিতির শিকার হলে প্রাণীরাও কল্পনা করে। এটা সহজাত ক্ষমতা মানুষছাড়া আরও কিছু প্রাণীর। যেমন গরিলা, শিম্পাঞ্জি, কুকুর, বিড়াল, ঘোড়া, হাতি ও কিছু পাখির। চারিপাশের পৃথিবী থেকে ইন্দ্রিয় দ্বারা প্রাপ্ত মনের আংশিক বা সম্পূর্ণ সক্রিয় ব্যক্তি প্রতিক্রিয়ার ফলে তাদের মনেও কল্পনার জন্ম হয়। এর মাধ্যমে প্রাণীদের মন অনেক সমস্যার সমাধান খোঁজে ।