ইলেকট্রন মেঘের ঘনত্ব শুধু যে কক্ষপথের (orbital) উপর নির্ভরশীল তাই নয়, কত নম্বর কক্ষে (orbit) আছে মানে কোয়ান্টাম সংখ্যা n এর উপরও নির্ভরশীল। নিউক্লিয়াস থেকে যতদূরে যাবো তত ইলেকট্রন মেঘের ঘনত্ব কমতে থাকলেও সেই কমাটা একইভাবে ঘটে না। মাঝখানে তরঙ্গের মতো অনেক ওঠানামা আছে। তাই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, দূরত্বের সাথে ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে না বাড়ে। এটা নির্ভর করছে আপনি কত দূরত্বে জানতে চাইছেন এবং কোন কক্ষপথের ইলেকট্রনের!
collected