হৃৎপিণ্ডের কৃমি:
অবাক শোনাচ্ছে না? সবচেয়ে Interesting case গুলোর একটি হলো এটি। হৃদপিণ্ডের এই পরজীবীর নাম Dilofilaria immitis। মশার কামড়ের মাধ্যমে এই কৃমিগুলো ধাপে ধাপে স্তন্যপায়ীদের হৃদপিণ্ডে পৌঁছায়। এদের অনেকগুলো প্রজাতি থাকলেও শুধু তিনটি প্রজাতি- D. immitis, D. repens and D. tenuis. এই সংক্রমণ সৃষ্টি করে।
কৃমি লম্বায়ও কম হয় না। প্রায় ১৪ ইঞ্চির মতো হয়। আক্রান্ত মশার কামড়ে D. immitis এর filaria larvae ত্বকের মধ্য দিয়ে হৃৎপিণ্ডের ডান প্রকোষ্ঠে এবং Pulmonary arteries এ বাসা বাঁধে।এর জন্য রক্ত প্রবাহের blockage হয় এবং heart failure হয়। একই সাথে এরা liver এবং kidney ও ক্ষতি করতে পারে। তাই মশা থেকে সর্তক থাকুন সবাই।
সংগ্রহীত