কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ্য দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, তখন সে ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে। সাধারনত একাইনোডারমাটা পর্বের প্রাণীদের মধ্যে এটা দেখা যায়। উদাহরণ: তারা মাছ, সমুদ্র শশা, জেলিফিশ ইত্যাদি।