কোনো প্রাণী যখন কাজ করে তখন তার শক্তি খরচ হয়। যার ফলে সেই প্রাণী ক্লান্ত হয়। আর কোনো প্রাণী যখন ক্লান্ত হয়, তখন তার প্রয়োজন হয় বিশ্রাম বা ঘুম। বিশ্রাম বা ঘুমের মাধ্যমেই কোনো প্রাণী তার ক্লান্তি দূর করে। তবে কিছু কিছু প্রাণী আছে যারা এই নিয়ম মেনে চলে না। যেমন, বুলফ্রগ নামের এক প্রজাতির ব্যাঙ কখনো ঘুমায় না। এর মানে এই না যে তারা ক্লান্ত হয় না, এরা এদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশকে নিষ্ক্রিয় করে দেয় এবং বিশ্রাম নেয়। ডলফিনও নিজেদের মস্তিষ্কের অর্ধেক অংশকে নিস্ক্রিয় করে বিশ্রাম নেয়। সব প্রাণীই বিশ্রাম নেয়। ক্লান্ত হয়না বা বিশ্রাম নেয় না, এমন কোনো প্রাণীর সন্ধান বিজ্ঞানীরা এখনো পায়নি।