প্রথম মিয়ােটিক বিভাজন সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় মিয়ােটিক বিভাজন শুরু হওয়ার জন্য অত্যাবশ্যকীয় DNA প্রােটিন সংশ্লেষণের প্রয়ােজন হয়।
এছাড়া DNA এর পরিমাণ বৃদ্ধি ও ক্রোমােজোমের দৈহিক বৃদ্ধি ঘটার প্রয়ােজন পড়ে। এগুলাে ছাড়া দ্বিতীয় মিয়ােটিক বিভাজন সম্পন্ন করা সম্ভব নয়।
এজন্য প্রথম ও দ্বিতীয় মিয়ােটিক বিভাজনের মাঝে ইন্টারকাইনেসিস হয়।