মায়ােসিস-১ এর প্যাকাইটিন উপ-পৰ্যায়ের শেষের দিকে বাইভেলেন্টের যে কোনাে দুটি নন-সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙ্গে গিয়ে পুনরায় একটির সাথে অন্যটির জোড়া লাগে। ফলে ঐ জোড়ার স্থানে একটি ইংরেজি ‘X’ আকৃতির অবস্থা সৃষ্টি হয়।
দুটি নন সিস্টার ক্রোমাটিডের ‘X’ আকৃতির জোড়াহুলকে একবচনে কায়াজমা (Gk, Chiasma = cross) এবং বহুবচনে কায়াজমাটা বলে।