সহজ উত্তর হলো হ্যাঁ। কোনো পুকুর এ বৈদ্যুতিক শক দিলে বা কোনো ভাবে কোনও বৈদ্যুতিক খুঁটি বা কোনো তার পুকুরে পড়ে গেলে সেটি যদি হাই ভোল্টেজ এর হয় তাহলে পুকুর এর সমস্ত মাছ এই মারা যাবে ও পুকুরের জলের ওপর ভেসে উঠবে।
যেহেতু পুকুরের জল বিদ্যুৎ সরবরাহে সক্ষম তাই সেই বিদ্যুৎ মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর দেহে প্রবেশ করবে ও তারা তৎক্ষণাৎ মারা যাবে।
বর্তমানে বিভিন্ন জায়গায় এই বিদ্যুতে শক দিয়ে মাছ ধরার প্রক্রিয়া চালু হয়েছে। এটি পুকুর বা জলাশয় এর জন্য খুবই ক্ষতিকর। এতে ব্যাটারি এর সাহায্যে ব্যাটারি এর দুইটি তার পুকুর এর জলে বা জলাশয় এর জলে প্রবেশ করানো হয় এতে সেই কারেন্ট এ শক খেয়ে সমস্ত জলজ প্রাণীর মৃত্যু ঘটে এতে ওই জলাশয় এর বাস্তুতন্রের প্রচুর ক্ষতি হয়। এছাড়াও এভাবে মাছ ধরার ফলে অনেকে সেই কারেন্ট এ শক খেয়ে মারাও যায়।
collected